★পবিত্র এ বঙ্গভূমি★
-----#মজনুআহাদী


     (ত্রিবৃত্তে সনেট)
*****************************
পবিত্র এ বঙ্গভূমি, বাংলা মাতৃভাষা;
অন্তরেতে দেশপ্রেমে পুণ্য দীপ্তি-মায়া।
জাগ্রত এ আত্মা-মাঝে আস্থাপূর্ণ আশা,
বাংলা হবে উন্নত যে ধ্বংসে মিথ্যা-ছায়া।।
গাবো বঙ্গে শুদ্ধ জ্ঞানে শৌর্যবীর্য-গাথা;
শত্রু যত ধ্বংস হবে মৃত্যু-স্পর্শ পেয়ে।
নষ্ট হবে ঘৃণ্য যত চক্রান্তের মাথা;
যাবে বঙ্গভূমি সত্য-পুণ্য তন্ত্রে ছেঁয়ে।।


এসো বন্ধু বঙ্গবাসী পুণ্য আত্মা নিয়ে;
সত্য শুভ তন্ত্রমতে কর্মে যুক্ত হবো।
নাশি ঘৃণ্য কর্ম যত শুভ্র দীপ্তি দিয়ে;
ধন্য হবে জন্ম ভূমে, সত্যে মগ্ন রবো।


আছে আল্লা', সঙ্গে রবে পুণ্য বাংলাদেশে;
উর্ধ্বে আছে চন্দ্র-তারা সাক্ষী-বন্ধুবেশে।।
****************************
(রচনা:-১৩-১২-১৮)
----------------------
("ত্রিবৃত্ত" ছন্দরীতিতে লেখা কাব্যগ্রন্থ:--"ত্রিজ্যোতি")