প্রতিবছর শেষ মাসের
আসে যখন ১৬ ই ডিসেম্বর,
বাংলাদেশের ঘরে ঘরে সেদিন
ছড়িয়ে পড়ে বিজয়ের খবর।।


শহীদমিনার আর স্মৃতি সৌধ
চলে মাস ভরে রং করা
রংঙের তুলিতে মনে করে দেয়
বাংলার বিজয়ের মাস উল্যাস ভরা।
আমরা সকল বাংলার জনগন
শহীদদের শ্রদ্ধা জানাতে হই অনড় ।।


নয়মাস যুদ্ধের বিনিময়ে যারা
দিয়ে গেছে বাংলার স্বাধীনতা।
কত নারী পুরুষ মরছে বুলেটে
হারিয়েছে ইজ্জত শ্লীলতাহানিতা।
তবুও তারা দিয়েছে আমাদের মাঝে,
লাল সবুজের পতাকার ধরন।।