মন ছুটে যায় আমার
ছোট্র সোনার গাঁয়,
সারি সারি তাল গাছ
দাড়িয়ে আছে রাস্তায়।


কি মনোরম দৃশ্য তাহার
দেখলে জুড়ায় চোখ,
কৃষক বসে গাছের ছায়ায়
শীতল করে বুক।


নাস্তা খাওয়ার সময় হলে
গাছের নিচে আসে,
কৃষানীরা বাড়ি হতে
খাবার নিয়ে আসে।


সবুজ ধানের কচি পাতায়
কৃষক ফলায় ফসল,
দাগ জুড়ে এমন দৃশ্য
নকল নয়,আসল।


গাছ-গাছালি,পাখ- পাখালি,
আমার ছোট্ট গাঁয়,
শহর হতে গ্রামে দেখতে
মন ছুটে যায়।


পাহাড় ঘেঁসে গাঁয়ের রাস্তায়
রাখাল গরু নিয়ে,
বাঁশের বাঁশিতে সুর তুলে
চলে গান গেয়ে।