তুমি রিম ঝিম মেঘ ডাকা গর্জন,
তুমি আমার বুকের মাঝের দর্পন।
তুমি পাহাড়ের ঝর্না,
আকাশ থেকে ঝড়ে পড়া বৃষ্টি।
তুমি আমার হৃদয়ের মাঝে,
দুটি চোখের দৃষ্টি।
তুমি চারিদিকে থৈ থৈ,
অথই জলের বর্ষা।
তুমি কল কল শব্দে ঘেড়া,
ঝড় ও বৃষ্টির ঝাপটা।
তুমি জলের সাগর খাল বিল,
বৃষ্টি ভরা আকাশ।
তুমি আমার হৃদয়ের ভালবাসা,
দোলা দেওয়া বাতাস।
তুমি নিশিতে আশা চুপি চুপি,
ঘুমন্ত মানুষের সাথী।
তুমি অন্ধকারে আলোয় ঘেড়া,
আমার ভালবাসার বাতি।
তুমি বর্ষা হয়ে এসেছ,
আমার হৃদয়ের মাঝে।
তোমায় সকাল বিকাল দেখি যেন,
নিত্য নতুন সাঝে।
   (সমাপ্ত)
"বর্ষার আয়োজন সংখ্যা"