এই আমাদের সোনার বাংলা
রাজধানী হয় ঢাকা,
লোকে লোকারন্ন বিল্ডিং আর বিল্ডিং
কোথাও নেই ফাঁকা।
নেই রাস্তা নেই ড্রেন
নেই পরিকল্পিত ব্যবস্থা,
যার কারনে বৃষ্টি হলেই
দাড়ায় এমন অবস্থা।
এক পলসা বৃষ্টি হলেই
রাজধানী যায় তলিয়ে,
খাল বিল ড্রেন ভরাট করলে
কোথায় পানি যাবে গড়িয়ে।
যারা করবে নিয়ম নীতি
গড়বে নূতন ঢাকা,
নদী খাল বিল ভরাট করে
তারাই করেন  বাসা।
বৃষ্টি হলে যায় তলিয়ে
রাজধানীর বাসা,
নৌকা চলে মাছ ধরে
জলে বাসা ঢাকা।
নিচু তলার মানুষ যারা
ঝিলের উপর বাস,
কাঁথা হাড়ি পাতিল যায় ভেসে
হয় তাদের সর্বনাশ।
দান খয়রাত পায়না তারা
পায়না হারানো কিছু,
জলে ভেসে দিন কেটে যায়
ডাইরিয়ায় হয় মৃত্যু।
স্কুল কলেজ অফিস আদালত
বন্দ হয়ে যায়,
এসব ক্ষতির ভরন পোষন
কে নিবে দায়।
এ করুন দৃশ্য  যেন
দেখতে না হয় আর,
পানি নিষ্কাষনের ব্যবস্থা যেন
করে মোদের সরকার।
খাল বিল নদী দখল মুক্ত
চায় বাংলার জনগন,
দৃস্টি যেন দেয় সরকার
গড়েন নূতন শহর।।
           (সমাপ্ত)
"বরষার আয়োজন"