শীতের দিনে সাঁঝ সকালে
কাটতে পাকা ধান,
মনের মাঝে হাসি নিয়ে
কৃষক গায় গান।


সারি সারি ধানের আটি
জমিনে বিছিয়ে রাখে
শুকনো হলে সোনালী রঙে
নেয় যে তুলে কাঁদে।


কৃষাণ কৃষাণীর হাসি ফুটে
পেয়ে সোনালী ধান,
চিড়া মুড়ি পিঠা পুলির
বয়ে যায় বান।


নতুন ধানের ভাঁপা পিঠা
সবার বাড়ি বাড়ি,
সাঁঝ সকালে আনে পেরে
খেজুর রসের হাড়ি।


শালি ধানের চিড়া আর
বিন্নি ধানের খই,
খেজুর রসের সেমাই পুলি
পুকুরের মাছ কৈ।


নয়া ধান নয়া সবজীতে
বাজার সকাল বেলা,
সারা গাঁয়ে ধুম পড়ে
জামাই আদরের মেলা।


হরেক রকম পিঠা পায়েস
শীতে সবার বাড়ি,
ঘ্রাণে ঘ্রাণে মন ছুয়ে যায়
খুশিতেও বউ শাশুড়ি।