কাছে আসো আজ বলেই ফেলি না বলা কথাটি
কতদিন আর বুকের ভিতরে চাপা দিয়ে রাখা যায়
কতদিন আর ঠায় বসে থাকা যায় চন্ডিদাসের মত
সুখ-দুঃখের বগিগুলো আর কতদিন টেনে নিয়ে যাবে জং ধরা ইঞ্জিন।


চৈত্রের পোড়া রোদে দগ্ধ হওয়া ভালোবাসারা এবার চায়
তোমার বুকের উষ্ণ আদরে আর একটু সিদ্ধ হতে
হাইব্রিড ভালোবাসা নয় দেশী ভালোবাসার আশায়
ঝিরিঝিরি হিমেল বাতাসে বাউল মনও আজ কবি হয়ে ওঠে।


কাছে আসো এই লোমশ বুকে কান পেতে শোন
সেখান থেকে উঠছে উত্তাল হাতুড়ি পেটানো আওয়াজ
কাল বৈশাখী মেঘের মত গুরুগুরু গর্জন শুনতে পাবে
শুনতে পাবে নদীর পাড় ভাঙ্গনের মতো তিব্র আওয়াজ।


কাছে আসো আজ বলেই ফেলি না বলা কথাটি।