বিরামহীন স্বপ্ন দেখে যারা চলে গেছে নৈঃশব্দ্যের সিঁড়ি বেয়ে
তাদের পকেটে এখন খেলা করে বিলাতি চাঁদ
পরবাসী কায়দায় নিত্য কাটছে তাদের ঢংয়ের জীবন
নগ্ন ঠোঁটের সহায়তায় নিমেষেই গড়ে তুলছে ভালোবাসার সেতু।
অহংকারী আঁধার রাতের পথ ধরে জোনাক চোখে যারা এগিয়ে গেছে
তাদের সাথেই হয়েছে মধ্যরাতের বাঁকা চাঁদের মিতালী
দাম্পত্যের নতুন সংজ্ঞা দাঁড় করিয়ে পুরান প্রেমের মাঝে খোঁজে নতুনত্বের স্বাদ।


যারা ছিল চালচুলোহীন, ভিটেহীন ছিল যাদের বাস
তাদের এখন পিঁপড়ে জীবন
ভবিষ্যতের আয়নায় দেখে ছোট্ট সুখের ঘর।