গোলাপ হয়ে, ফুটবো না আমি
হবো ছোট্ট একটি ফুল ।
যেমন করে ফুটে ওঠে
শিউলি আর বকুল ।।
হাসবো আমি শিশুদের সাথে,
ঝরে পড়বো রাতে ।
সকালবেলা তুলবে আমায়
তুমি সাজি হাতে ।।


চাঁদ হয়ে, কিরণ দেবো না আমি
হবো ছোট্ট একটা মোমবাতি ।
যেমন করে আলোকিত হয়
দূরের ওই কুঁড়েঘর টি ।।
জ্বলবো আমি রাতের বেলায়,
গলে যাবো শেষে ।
তুমি তখন বই পড়বে
আমার পাশে বসে ।।


সূর্যের মত জ্বলবো না আমি,
হবো ছোট্ট একটি তারা ।
যেমন করে অবিচল থাকে
ওই যে ধ্রুবতারা ।।
আমায় দেখে প্রাণটা তোমার
জুড়িয়ে যাবে দেখো,
তখন কিন্তু বলবে না আমায়
আবার ফিরে এসো ।।