ভেবেছিলাম, পারবো না ;
পারবো না, ছেড়ে থাকতে তোকে‌ ;
ভেবেছিলাম, কষ্ট হবে,
খুব কষ্ট হবে, তোকে না দেখে I
ভেবেছিলাম, হারিয়ে যাবে,
হারিয়ে যাবে, আমাদের ফেলে আসা দিনগুলো ।
ভেবেছিলাম, থেমে যাবে,
থেমে যাবে, সব ঝগড়া, রাগ, অভিমান ।।


না, হলো না, হলো না তেমন কিছু-
আমি পারছি, পারছি তো ছেড়ে থাকতে,
অনেকগুলো দিন কেটে গেছে, না দেখেই ;
স্মৃতির পাতায় উজ্জ্বল সেই দিনগুলো আজও ।
থামিনি কিছুই, বরং আরও বেড়েছে,
পাহাড় প্রমাণ হয়ে উঠেছে, ঝগড়া-রাগের সারি ।।


আজও, স্বপ্নে তুই ভীড় করিস,
ঠিক আগেরই মতো, নিয়ে গল্পের ঝুড়ি ;
ইচ্ছেগুলো মরেনি, আজও আছে জেগে,
খুঁজে পাবি, ঐ অভিমানের শিখরে ।
ছিলাম আমি, আছি, আর থাকবো দেখিস,
শুধু ডাকিস একবার, মন ভরে ।।