আবার আবারও তার পদধ্বনি,
আরও যেন, প্রকট হয়ে আসছে ।
আসছে সে, আবার ---
সেই কান্নার রোল ও ভাসছে যেন,
ঠিক তার পিছে-পিছেই ।।


সুসজ্জিত হয়ে আসছে সে,
সারি সারি রজনীগন্ধার শয্যায় ।
সেই ভয়ানক শ্বাস-রোধক গন্ধ ;
আমাকে ঘিরে ধরতে চাইছে ।
আমার দৃষ্টি আবছা করে ফেলছে,
ঐ ধূপ - ধুনো - ধোঁয়ার রাশি ।।


কতো কতো মানুষজন ঘিরে আছে,
আমার দিকেই তো তাকিয়ে রয়েছে ;
আমাকেই যেন দেখতে চাইছে সবাই ।
একটিবার, দেখবে বলছে---
কতো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে ;
নতুন পোশাক, ফুল, আতর, চন্দন,
আরও কতো কি সুগন্ধী সব ।।


চারপাশে শুধুই আমার প্রশংসা---
অজানা এক ভালোলাগা, ভালোবাসা,
সব ভয়  ভুলিয়ে দিচ্ছে, এক নিমেষে ।
কান্নার রোল সরিয়ে, হেসে উঠছে মন,
কি জানি, হয়তো এরই নাম স্বর্গসুখ (?) ।।