ভালোবেসেছিলাম তোমায়, অল্প একটু বেসেছিলাম ;
যেদিন, অচেনা তোমার একটা ডাকে,
সাহস নিয়ে একা ছুটেছিলাম ।


ভালোবাসি তোমায়, তখন থেকেই বাসি ;
তুমি তখন একুশের ছোঁয়ায়,
আর আমি কলেজ, কেবল অষ্টাদশী ।


ভালোবাসি তোমায়, একটু বেশি ভালোবাসি ;
তোমায় এক পলক দেখার আশায়,
চোখের কোণে জল, আর মুখে ফোটে হাসি ।


ভালোবাসি তোমায়, অনেকখানি ভালোবাসি ;
যখন আমি নীরব শ্রোতা,
মুগ্ধভাবে তোমার গল্প জোয়ারে ভাসি ।


ভালোবাসি তোমায়, ভীষণ আমি ভালোবাসি ;
তাইতো সবাইকে লুকিয়ে,
ঘুরেফিরে বারংবার, তোমার কাছেই আসি ।



ভালোবাসি কতটা তা পরিমাপ করা যায় কি ?
মনের মাঝে সবখানি জুড়ে, শুধুই তুমি জানো কি?
ঘুমের ঘোরে তোমায় ডাকি, শুনতে তুমি পাও কি ?



বলোনা আমায়,
ভালোবাসলে আর কি কি লুকিয়ে রাখতে হয় ?
কেনো মনে জাগে সদাই, হারিয়ে ফেলার ভয় ---
ভালোবাসতে ঠিক কতটা সাহস লাগে, কতটাই বা মনের জোর,
তোমার সাথে এখনও যে দেখা বাকি --- নতুন একটা ভোর ।
প্রথম রবিকিরণের লালচে আভায় প্রাণ পাবে কবে, নীরব ওষ্ঠযুগল,
প্রতীক্ষার অবসান হবে, হৃদয় মাঝে অশ্রুধারার বৃষ্টি ঝড়বে অনর্গল ।