দেখলাম না কেউ কাউকে এক পলক-
তবু মন দিলাম নিমিষে,
মনের ছায়ায় আছি বসে দুজনে এক সাথে|
দুই মনের ভিতর বাস করছে ছোট এক পাখি-
সেই পাখির সাথেই মনের কথা বলি|


আমি বলি আর পাখি শুনে,
পাখি বলে আর আমি শুনি-
এভাবেই চলছে খেলা,
মনের ভিতর সেই পাখিটি নাচছে সারা বেলা|


মনের কবিতা লিখলাম,
হয়ে মনের কবি
যত্ন করে রেখেছি মনের ভিতর
তার আকাঁ ছবি|
কখনো হতে দিব না সেই ছবি নষ্ট,
জীবনে যতই পাই কষ্ট|
মন ভাঙ্গলেও ভাঙ্গবে না সেই ছবি
মনের সাথে হৃদয়ের দিয়েছি খুঁটি|


মনের ছন্দ নিয়ে লিখলাম এই কবিতা,
মনের মধ্যে রেখেছি শুধু তারি ছবিটা|