বিজয়ের মাস এলো ফিরে,
সব বাঙালির মাঝে।
যে বাঙালি ভয় করেনি,
ঝাঁপিয়ে পড়েছিল-
ভয়ঙ্কর এক সাজে।
.
মানেনি'কো হার, ধরেছিল হাল,
দিয়েছে উচিৎ সাজা,
তাঁরাই আজ জাতির কাছে-
মুকুট বিহীন রাজা।
.
আসছে আবার শোন,
বাংলাদেশের শুভ জন্মদিন,
১৬ ডিসেম্বর যে,
বাংলাদেশ হয়েছিল স্বাধীন।
.
নতুন একটি দেশ,
বিশ্ব মানচিত্রে হলো আঁকা,
লাল সবুজ যার পতাকা।
.
শত শত কবি তাঁর-
কবিতার মাঝে,
শত শত গায়ক তাঁর-
গানের মধুর সুরে,
গেয়েছে অনেক গুণগান-
সকল শহীদের তরে।
.
ধন্য ধন্য সকল মুক্তিসেনা,
তাঁদের কথা দেশের মানুষ-
কখনো ভুলবেনা।
.
শান্ত এই মাটির নিচে,
এখনো ঘুমিয়ে আছে-
লক্ষ কোটি  বীর বাহাদুর।
তাঁদের মনোবলে,
বাংলাদেশ যাবে একদিন-
দূর থেকে বহুদূর।