আমায় তুমি কবিতা দেবে বলেছিলে


বৃষ্টিতে ছাতা মাথায় কোথায় গেলে, তবে ?


আসছি আসছি করে,
ভিজে গেল পাতা,
অপেক্ষায় জল বাড়ে
ডুবে যায়  কথা ।


আমায় তুমি কবিতা দেবে বলেছিলে ,
ছন্দের ভেতর থেকে দাওনি এনে কোনও,  - ঝড় ।


আকাশে-আকাশ ভেঙে মুখোশ-বৃষ্টি পড়ে
মুখোশে মুখোশ-মুখ
এসে  ভিড় করে ।
কোথাও কোনও শব্দ নেই
চা-মাসি টা গেল কই ?


বিষণ্ণ সন্ধ্যায় আজ , -
ভয় নয় ,
              হাওয়ায়-হাওয়া তুমি ছন্দে ভাসাও……
              হাসপাতাল, মর্গে আর রোগীর বিছানা পাশে
              কবিতা রেখে যাও…
            
             হঠাৎ ধুম জ্বরে  তুমি কবিতা বোলাও ,
             গভীর অসুখে তুমি কবিতা এনে দাও


             দীর্ঘ কবিতা দিয়ে অস্ত্র শানাও ,
             তুমি, - অস্ত্র শানাও ……