দু-চোখের ভিতর ফুটে উঠলো, - বৈশাখ ।
কেউ শাঁখ বাজালো
কেউ উলু দিল
কেউ আবার ভেলা ঠেলে চললো,  হাটে……


কত দিন ?
আরও কতদিন পর  
দু-চোখ জুড়ে ঝরে পড়লো, - প্রেম ।
সবাই দুলে উঠলো;
হেসে উঠলো , গাছ ।
গলাগলি দুটো পাখি ,
উড়ে গেলো আলোর খোঁজে…
মাঠ পেরিয়ে ,
কোথায় কে জানে ,
কোনোদিন ফিরবে না  আর !


“ বছর পেরিয়ে গেল !”
“বছর পেরিয়ে গেল !” --
বলে চিৎকার করলো যারা ,
তারাও মুগ্ধ আজ ;
মাথা হেঁট ক’রে আছে
শান্ত  ওই চোখের কাছে ।


একজন খালি খুঁজে ফেরে
শিকারির নিশানা থেকে
হঠাৎ গুলির শব্দে……
ক্লান্ত ডানায়,  রক্তাক্ত ……


তবুও, ডানায় ডানায়,  -
ডেকে সারা, তাকে ।
গলাগলি ,
উড়ে যাবে বলে ,-
কোথায় কে জানে ?
কোনোদিন , -
কোনোদিন ফিরবে না আর ………..


খুঁজে ফেরে ,  -হাওয়ায় হাওয়ায়
সেই দু-চোখ ;
যেখানে ফুটে ওঠে
বৈশাখ ; - আর ভোর ।