(তাঁর ''রূপসী বাংলা'' মনে রেখে । হয়ত স্বপ্নে দেখে ।)


তোমার মুখের ওপর রেখেছি তোমার মুখের আদল ।
তোমার হাতের ওপর
আর একটা হাত ।


যে-বিশ্বাসে ভোর আসে
আদর জানায় পাখির ডানা –
সে বিশ্বাসে এসেছি  আজ
ঘুমের পাশে  …
আবহমান বাংলা ‘পরে
কঙ্কাবতী , শঙ্খমালা ।


ঘাটে ঘাটে আজ কাহিনির দেশে
কেউ কি নীরবে পা ধোয় ?
কেউ কি ফিরেছে হাঁস নিয়ে
নরম শরীর করুণ শাঁখায়?
এখন-ও ধান ভাঙ্গে সেই চাল-ধোয়া হাত ?
দূর-কুয়াশায় , এখন-ও কি স্তন আর্দ্র হয় ?


তুমি বিশ্রাম নাও ঘুমের পাশে
স্বপ্নে বিভোর ,
পল্লব আর ডুমুর ছাতা ?
রোগা শালিক , হিজল বন ,
চিনতে পার, বনলতা ?


এখনও কিছু সবুজ মদ,
এখনও তোমার নীরবতা !
ঘুমিয়ে আছ , নদীর পাশে
ধানসিঁড়িটি হারিয়ে যায়
বেহুলা দ্যাখো ভেলায় ফেরে ;
মনসা স্বপ্নে গান গায় ।