দরজাটা  খোলাই থাক  
আয়না আলোতে   ধরা থাক  তোমার  চলে যাওয়ার  ছায়া  
    
নুপুরের শব্দে ফিরে  দেখি    


জানলার পাশে রাখা  খাতটায়
জামরুল ফুলের মতো    
ফোটা ফোটা  জমা হয়েছে জোছনা  
  
কলম ডুবিয়ে লিখে রাখি
আমার পাশে  সিরিশ গাছের ছায়া,  দমকা হাওয়ায়
শাল ঘূর্ণির সাথে উড়ে আসা গোপনতার
গুড়ি গুড়ি বৃষ্টি  
রেখার  মতো পাশাপাশি বয়ে চলা দুটি নদী
রোজ জানলা থেকে
তৃষ্ণা ছুড়ে দেয়