ভালবাসাহীন পৃথিবী ঘুরছে আজ
বৃক্ষ কাটছে না শুধু- কাটছে মানুষ
থেমে নেই ওরা, থামছে না।


আলো যেন হাজার বছরের সতিন
দুঃখ যেন জন্ম জন্মান্তরের
আকালের পৃথিবীতে কিছু থেমে নেই
চলছে দারুণ
বাড়ছে মানুষ, বাড়ছে অসুখ।


অন্ধ না হয়েও অন্ধ আজ
আমি তুমি আমরা।
ওরা কারা!
জনতার স্বার্থ নিয়ে খেলছে দারুণ।