মনের কথা মনের ব্যাথা মনের ভেতর থাক
বাহিরে টেনে লোক দেখায়ে হবে কিহে কোন লাভ
নয়নের জল আখি মাঝে ফের নিরবে শুকাক
যেমন আছি তেমনি রবো রবে তোমার প্রাভাব।


শিশির ঝরা প্রাভাতে আজ নিরবে নিভৃতে বসে
ভাবছি তোমার কথা মৌনোমাঝে যেন তান বাজে
তুমি নিতান্ত ভুল সুখের বশে চলেছো আলস্যে
মনের সুখ গঙ্গায় ফেলে নিজেকে নিজেই মেরে।