আমি কি আর তোর স্বপ্ন হতে পারি? ঐ দেখ কত শক্ত দেয়াল  তাতেও শেওলা জন্মেছে।।
বিবেকের কাছে  তুমি আমি অতি ক্ষুদ্র অতি নগন‍্য।


মুঠো ফোনের অসাড় ধ্বনি তছনছ করে বীভৎস এক নীলে মোড়ানো স্বপ্নদ্রষ্টা।
আমি তো গগনচারী _নচেৎ ছুঁয়ে যেতাম তোমার  উঠোনে বৃষ্টিস্নাত কদমফুল।।