বনানী!
ইদানিং হরহামেসায় তোমাকে মনে পড়ে!
শেষরাতের স্বপ্নে ------
পুরো ১৫ বছর পর আমি আর বনানী অন্ধকার  ছাতিম তলে!
পাশের কটা ঝি পোকার অনবরত ডাক বারং বার ব্যাত্যয় ঘটিয়ে চলছে,ইস!
ঘরের কোনে কটা সাদা রক্তের প্রানীর বসবাস  বহুদিন সহ্য করে আসছি।ইস! তারাও কম না!
স্মৃতিপট তোমাকে বলার কি আছে?
বনানী আর একবার আসতে যদি- গ্রীষ্ম, বর্ষা কিংবা শীতের শেষে নতুন সাজে!
আরো কত হাসি ফুটত,  ওই অফুন্ত চন্দ্র   মল্লিকা  বা গোলাপের মত।।
বনানী
তুমি কি দেখতে পাও?
চাঁদ যখন শশুর বাড়ী তখন তারাদের ছুটো ছুটি!
বয়স হয়েছে ঢের! স্মৃতি  আজ অতীত,থেমে নেই কিছু আছে শুধু বুড়ো ছাতিম আর কিছু মরা দুর্বা।।