1.।।।ইনসেটেতে ছবি খানা দেখলাম বছর কয়েক পরে।আর চোখের চাহনি তোর অতি লজ্জা জাতির তরে।
রাষ্ট পেল লজ্জা পাশের ছবি দেখে।
বোনকি আমার একার?

তনু তুমি কোথায় গেলে?
কারা তোমায় নিল কেরে?
সভ্য জাতির এ কি দশা?
শত প্রশ্নো জাতির মাঝে!


আমি লজ্জিত!
দাদু নানুর প্রশ্নের উত্তর আমার জানা নেই?
তাইতো আমি কলম নিলাম তুলে!

2.স্বাধীন দেশে,স্বাধীনতার মাসে বোন তোর একি হলো?
বোনকে আমি পাব কি আর ভিক্টোরিয়ার ক্যাম্পাসেতে?
স্বাধীন দেশের মানুষ আমি,আছে বলার অধীকার!
বোনের মুখে হাসি নেই,হাসবে না আর জানি?
বোনের আত্মা পেত শান্তি ঐ জংলির হত যদি ফাসি।।


Short....