ওহে ছোট বাবু!
কোথা করো চাকরী?
বছর গত হলো দেখিনি মুখ খানি!


কই উওর দেবে না বুঝি?
শুনেছি ভাল একখান চাকরী করো।
মাইনেও পাও বেশ।
পারার মোরে অতুলের দোকানে কত  কি কানাকানি তোমায় নিয়ে!


ওহে বাবু!
খুরা গেল এলে না !
মাসির গায়ে হলুদে পেলুম না!
দিদার হাস ফাসটা ?
শুধু কি অননের হিসাব নিয়া থাকবে?
বড় বাবু বলছে এবার যেতে দিবে না!।।


ও বাবু !
চোখের নিচে কালো দাগ যে?
ঘুমাও না বুঝি?
তা বাপু রাত করেও কি অফিস করো?
এমন চাকরী বাদ দিলেই পার!


বাবু: নিমাই চুপ করো! ও সব তুমি বুঝবে না !