যার ধ্বনীতে শরীরে শিহরন উঠে!
প্রভাতের শিশিরে যে আছে মিশে।
হে বীর !হে চির চেনা কন্ঠস্বর গব্ বাঙ্গালীর!
তোমার তরে বিনম্ন শ্রদ্ধা সহস্র।


তুমিই বাঙ্গালী!
তুমিই মানচিএ আমার।
পরাধীনতার শৃঙ্খল মুক্তির মহাবীর!
তোমার তরে বিনম্ন শ্রদ্ধা সহস্র।


লাখো শহীদের রক্ত মাখা,
সম্ভম হারানো মা-বোনের মৃওিকা আমার।
হে বীর ! ছিনিয়ে নিলে,
বিলিয়ে দিলে সবটুকু।
শেষ যা ছিলো তাও দিলে!
সবুজ খেতে রক্ত একে এ বাঙ্গালীর তরে।
ধন্য আমি এমন বীরের দেশে।
তোমার তরে বিনম্ন শ্রদ্ধা সহস্র।


কর ক্ষমা!করো ক্ষমা!
চাইছি ক্ষমা ওদের হয়ে।
হে বীর! সহস্র শ্রদ্ধা ডিসেম্বরের এই দিনে। এ বিজয় তোমার।।