মরন তুই ক্যান চাতকপাখির মতন চাস?
মুই তোর আঙ্গিনাত দারাই আছু কাকতারুয়ার মতন।
তোর যেভাবে খুশি নিয়া যা!
চন্দ্রবিন্দু হয়া হামাক আর কতটা নিচে নামাবি?
মুই এক অধম!
মুরোত আছে তোর নেবার?
পঙ্গপালের দলের মতন ছুটং মুই সুখের লাগি। কই ধরাতো নাই দিলো?
উল্টো পিঠে মোর বোঝা,চউখোত নিন নিয়া মুই দোলাডাঙ্গাত বেগার খাটং!
পিদিমের মতন জ্বলিয়া ক্যান অন্ধকারোত হাতরাং?
তুই আয় ! এমন ধরার মাঝোত মুই আর না থাকিতে চাও।
যেইখানে লোভ,হিংসা আর ছলনা দিয়া ভরা গাও।


মুই তপ্ত হনু পিরিতে মজি
সব হারানু বিশ্বে বিস্সাসের বিশে
পথ হারানু পথিকের পিছে।।
নিয়া যা! মরন আকুতি তোর কাছে।।