বারান্দাতে রোদ্দুর, জামাগুলো শুকোচ্ছে;
আমার ঘরের ভিতর- রাতটা থমকে আছে।
আমি ঘুমন্ত; স্বপ্নের দেশে জাগ্রত।
ভোরের আলো কাকে বলে?
স্মৃতিরা আজ ভীষণ মলিন......


একটা দেড়েল ছেলে শিস বাজালো জানালা ধারে,
কাজের শেষে ফিরছিল সে ঘেমে নেয়ে;
আমার দিনের শুরু; খাবার গুলো নষ্ট হলো;
বিড়ালটা বড্ড ভুখা।
সন্ধ্যারাগ সন্ধিমুক্ত ...


ঘড়ির কাঁটায় রাত বারোটা,
আমি ভাবনা ভেলায়, এক আকাশ জিজ্ঞাসায়;
আমি ঘুমনোর ব্যর্থ চেষ্টায়.........
আবারও রাত থমকে থাকে, খানিক পরেই সন্ধ্যে নামে।
দিনের আলো ঘরের পারে, ঘরটা আমার বেশ মজবুত ।।


বয়স আমার ঝড়ের বেগে, আমি শিশু কচ্ছপ ।
বড় হওয়ার দুনিয়া থেকে আমি একঘরে...