ঘন্টচক্র কাব্য
০২/০১/২০২২
মনোরঞ্জন আচার্য্য


শিরোনাম --- অঙ্গীকার
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""
গোপনে হৃদয়ে লিখেছি তোমার নাম,মন ফাগুনের অঙ্গীকারে
আসেনি বসন্ত,তাই হয়নি রঙের খেলা, উৎসবমুখর  দুয়ারে


রক্তিম আঁচলের আদরে, মুখ ঢেকেছে পলাশ
ঘর বেঁধে কোকিলা দম্পতি করেছে বাস
স্বচ্ছ দিঘির জলে, পাপড়ি মেলেছে কমল
মিলনের আনন্দে, ফিরেছে কুলায় কুহকের দল
স্নান করে দিনমণি, সেই দিঘির বুকে
ফিরেছেন সন্ধ্যায়, দিনান্তের সকল ক্লান্তির রেখে
নিস্তব্ধতা এসেছে ফিরে, তরুলতার শাখে শাখে।


আমার অপেক্ষার ক্লান্ত দুটি চোখ, মেখেছে বিরহের আদর,
দেখেছি চেয়ে ,পথে পলাশ বিছালো রক্তিম পাপড়ির চাদর।