শিরোনাম
----------
দেখা হলে শুনিও তাকে


১০/০৫/২০২২


(কলম ভাঙা)
মনোরঞ্জন আচার্য্য
"""""""""""""


ভালো নেইকো মনটা আমার,ভালো নেইকো মন,
মনের কথা বলবো কারে,কোথায় সেই আপনজন।


মা আছে, মাটিও আছে, সেই মানুষ কোথায় পাই,
চাইছি বলতে অনেক কথাই, কিন্তু মনটা ভালো নাই।


বৃদ্ধা মায়েরাও ধর্ষিতা হচ্ছেন, কলঙ্কিত হচ্ছে মাটি,
ভাবনা গুলো বিবেকের ঘরে,সপাটে মারছে চাঁটি।


ধর্মের নামে ভণ্ডামি চলছে,জীবন নীতির একি পরিহাস,
সবক শেখাতে অবিশ্বাসের চোখ,দেখি ঘুরছে চারিপাশ।


ঝাপসা চোখে জল ভরে যায়, ঘৃণারা আগুন জ্বালে,
কেমন করে বাইবো বৈঠা হাওয়া নেইকো পালে।


রাজনীতি চলছে ধর্মের বিভাজনে, সত্য মিথ্যা গুলিয়ে,
কোন কূলেতে বাঁধবো নৌকা, মিষ্টি কথায় যায় ভুলিয়ে।


যোগ্য মানুষ পায়না সম্মান, মুকুট অযোগ্যের মাথায়,
বিড়ালের গলায় কে বাঁধবে ঘণ্টা,চমকানি কথায় কথায়।


ভালো নেইকো মনটা বন্ধু, আমার ভালো নেইকো মন,
মনের কথা বলো কারে, কোথায় আছে সেই বন্ধু সুজন।


দেখা হলে শুনিও তাকে, এই মন দুঃখের বারতা,
মনেপ্রাণে চাইছে জনগণ আর একবার স্বাধীনতা।