শিরোনাম-- একের পিঠে শূন্য
২৪/০৩/২০২২
মনোরঞ্জন আচার্য্য
"""""""""""""""""""""""""""""""''''''''''""'"""""""'"''"""""""""""
একে-চন্দ্র হেসে বলে আমি আলোর পাখি
দুয়ে-পক্ষ বলছে কেন তবে আঁধারেতে ঢাঁকি
তিনে-নেত্র বলে আমি গোটা বিশ্বটাকে দেখি
চারি-বেদ বলছে পাপ-পূণ্য সব‌ই মাখি
পাঁচে-পঞ্চবাণ বলছে পাপ ধুয়ে শুদ্ধ রাখি
ছয়ে-ঋতু বলছে বিচরণ আমার বিশ্ব চরাচরে
সাতে-সমুদ্র বলে দুনিয়াটাকে আমি রেখেছি ঘিরে
আটে-অষ্টবসু বলছে দেখো আমি তোমাদের পূর্বপুরুষ
নয়ে-নবগ্রহের সদাই দুঃখ মানুষের নেই হুঁশ
দশে-দিক বলছে আমি রাস্তা দেখিয়ে খুশ।