ঘন্টচক্র কাব্য
১৮/১২/২০২১


মনোরঞ্জন আচার্য্য


হাতটা ছেড়োনা অঞ্জলি
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
রাতের যখন বৈধব্য কাল, তখনই তুমি স্বপ্নে এলে,
ক্লান্ত রাত্রি অপেক্ষায় ছিল, প্রভাত এলে ফিরবে বলে।


শৈশব সন্ধ্যার শরীর জুড়ে এলো যৌবন
বিবাহিত সন্ধ্যা নতুন নাম পেলো রাত্রি
যৌবনা রাত্রি সহ্য করেছে অসহ্য যন্ত্রণা
ফিকে হয়েছে তার সমস্ত স্বপ্নের বাসনা
প্রাপ্তির ঘড়ায় জমা হয়েছে ধর্ষণের ক্ষত
ক্ষতবিক্ষত করে তাকে আলিঙ্গন করেছে প্রেম
নির্ঘুম চোখে সেইসব আমি দেখে ছিলেম।


ঠিক সেই সময়ে হঠাৎ তুমি এলে,দাঁড়ালে শিয়রে,
ছুঁতে গিয়ে দেখি প্রভাতের ডাকে তুমি অনেক দূরে।