ঘন্টচক্র কাব্য লেখার নিয়মাবলী
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""
(ক) এই কবিতাটি চুয়াত্তর শব্দের এগারো লাইনের একটি পূর্ণাঙ্গ কবিতা,


(খ) ১ /২/এবং ১০/১১/এই চারটি লাইনে আটটি করে শব্দ থাকতে হবে এবং অবশ্যই অন্তমিল থাকতে হবে।


(গ) মাঝে সাতটি লাইন থাকতে হবে, এবং প্রতিটি লাইনে অবশ্যই ছয়টি করে শব্দ থাকতে হবে, অন্তমিল থাকতে পারে, আবার না ও পারে ইচ্ছে মতো।


(ঘ) কবিতায় একটি শিরোনাম অবশ্যই থাকতে হবে।
কবিতায় একটি অর্থবহ বার্তা অবশ্যই থাকতে হবে।


(মনোরঞ্জন আচার্য্য, উদ্ভাবক ও প্রবর্তক )
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""''"""'''''''
শিরোনাম -হিসাব নিকাশ
২৯/০৮/২০২২


থাকো তোমরা জমিদার সেজে,আমরা নিঃশ্ব হয়েই থাকি,
খাও তোমরা গরিবের ঝেড়ে, আমরা শুধু হিসাবটা রাখি।


তোমরা জর্জরিত করো, যত পারো বাক্যবাণে,
আমরা বুঝেছি তোমার কথার সব মানে,
তোমরা রঙ বদলের খেলছো কতো খেলা,
সুযোগ-সুবিধা কোথায় বেশি খুঁজছো মেলা,
দূষিত আগুনে পুড়িয়ে মারছো মানবতার বিবেক,
স্বার্থের আগুনে যত পারো আরও ভাজো,
গরিবের অশ্রুপাতে নাচাও তোমার যৌবনের আঁচ।


মনে রেখো ফিরতে হবে একদিন, তোমাকেও খালি হাতে,
বাজবে যখন শেষ বিদায়ের ঘন্টা, তোমার জীবন প্রাতে।