মনোরঞ্জন আচার্য্য
২১/১২/২০২১
হৃদয় চোখে খুঁজছি তোমায়
""""""""""""""""""""""""""""""""""'"'"""
তুমি হৃদয়ে এসো আমার একান্তে চুপিসারে
কাউকে বলোনা তুমি এসেছো মনের ঘরে,
তুমি ছিলে তুমি আছো, থাকবে চিরকাল
নীল আকাশে চাঁদ যেমন ছড়িয়ে থাকে আলো।


দিনের আলোয় লুকিয়ে থাকা চাঁদের মতো
তুমিও থেকো সাথী হয়ে আমার দুঃখের দিনে,
অন্ধকারের জীবনাকাশে ছড়িয়ে দিয়ে আলো,
খুশির আলো দুচোখে নিয়ে থেকো দিনের সূর্য হয়ে।


হৃদ বাগানে রক্তিম গোলাপ হয়ে পাপড়ি মেলে
তুমি নিরবে এসো কাছে দিনের আলো নিভে গেলে,
সাবধানে পথটি হাঁটো লালসার চোখ ঘুরছে পথে
ঘুরছে মুখোশের আড়ালে মুখ নজর দিতে পারে।


ওদের হাত অনেক লম্বা হারিয়ে ফেলবো তোমায়
তুমি আমার প্রথম প্রেম ফুল পুজার অঞ্জলী,
আমার স্বপ্নের প্রথম রাত তুমি নব প্রভাতের খুশি
তুমি আমার দুঃখের কান্না, তুমি সুখের নীড়ে হাসি।


এসো তুমি দিনের আলো নিভে গেলে চুপি চুপি
মালি ছাড়া অযত্নে ফুল অসময়ে শুকিয়ে যায়,
আমিও হারিয়ে যাবো তুমি ছাড়া তেমনি করে
মনের চোখে অঞ্জলী খুঁজছি তাই সদাই তোমায়।