ঘন্টচক্র কাব্য
--------------------
২২/১১/২০২১
---------------------
মনোরঞ্জন আচার্য্য
--------------------------
শিরোনাম -- ইচ্ছে করে
--------------------------------
বহুদিন হয়নি দেখা, সেই চেনা মুখ গুলোর সাথে,
ফিরে গেছে শৈশব যৌবন,কিভাবে কবে মনের অজান্তে।


খেলা করছে অন্তিম গোধূলি বেলার সময়
বেঁচে থাকার প্রবল ইচ্ছায় মৃত্যুর ভয়
স্মৃতির পসরা খুলে কাজলা দিঘির ঘাটে
আজ‌ও নুপুর পায়ে অঞ্জলি আসে হেঁটে
কলস কাঁখে হৃদয়কে নাচায় বাঁকা চাহুনি
ভেসে আসে কর্ণে সেই নুপুরের ধ্বনী
বিনুনি নাচিয়ে ফিরে যায় কাজল নয়নী।


বিকেলের সেই চেনা মুখ গুলো, আসতো যদি ফিরে,
মুখোমুখি বসে বলতাম কথা, খুব দেখতে ইচ্ছে করে।