শিরোনাম -- অধরা ঠিকানায়


১১/০৭/২০২২


কলম ভাঙা- মনোরঞ্জন আচার্য্য
""""""""""""""""""""""""""""
ভাগ্যের বিড়ম্বনার শেষে ডাক পেয়েছি তোমার
ছুটে এসেছি আমি, বড্ড অচেনা এই শহর আমার,
তোমার ঠিকানা খুঁজতে খুঁজতে পেরিয়েছে যৌবন
শ্রাবণের সবুজ পাতার মতো বাঁচিয়ে রেখেছি মন।


আশা ছাড়িনি এখনো, শ্বাস প্রশ্বাসে তোমার নাম
চেনা মুখ গুলো হারিয়েছে কখন অচেনার ভীড়ে
অচেনা পথঘাট এখন অনেকটাই হয়েছে চেনা
তবু আজ‌ও পৌঁছতে পারিনি তোমার সেই নীড়ে।


প্রতিদিন প্রভাতে লাল সূর্যের কিরণ ছুঁয়ে যায়
গগনচুম্বী শতশত অট্টালিকার শিখরের চূড়া,
রাত জাগা আঁখি দুটি মেলে হেঁটে চলেছি আজ‌ও
তোমাকে দেখার প্রত্যাশায় আমি এক ছন্নছাড়া।


একান্তে ভাবি হয়তো আর হবেনা দেখা কোনদিন
তবুও এই মনকে পারছিনে দিতে কোন ভাবেই বুঝ,
আশা নিরাশার দোলাচলে সদাই দোল খেয়ে যায়
বড়ই অবাধ্য এই মন, সে তার মতো শুধুই অবুঝ।