অক্ষর সোপান রীতি কাব্য


২১/০৭/২০২২


মনোরঞ্জন আচার্য্য (নিয়ামক)


শিরোনাম -- কেন এলে
"""""""""''''''''''''''''''''''""
     যদি আসবেই
   তবে কেন এলে
  এতদিনের পরে?
ঝরা পাতাদের মতো,
বিবর্ণ স্মৃতি দুয়ারেই,
ধুলো মাখা মাখি করে?
    কিইবা বলবার
   আছে আর,তুমি
      যে বলবেই?


শিরোনাম -- জীবন সাথী
""""""""""""""""""""""
       দুঃখের সঙ্গে
     সখ্যতা আমার
    করেছি আলিঙ্গন
   দুঃখ তাই বন্ধু সাথী,
রেখেছি তারে এই অঙ্গে,
   সত্য হলো জীবনের
     ধারাপাত,তার‌ই
     খেলাতেই মাতি
        মধুর রঙ্গে।


শিরোনাম -- অন্ধকারের দিশা
""""""""""""""""""""""""""
      সঠিক পথ
  দুঃখ দেখিয়েছে,
দিয়েছে সত্যের সে
সন্ধান, সুন্দর হলো
জীবনের চলার রথ,
দেখালো পথের দিশা
   সত্য অ'সময়ের
    বন্ধু্,অন্ধকারে
      চলার পথ।