শিরোনাম -- ওরা কারা?


২১/০৬/২০২২


কলম ভাঙা - মনোরঞ্জন আচার্য্য
""""""""""""""""""""""""""""
এই যে শুনছেন ? একটু শুনুননা,
অসহায় মানুষ গুলো কিছু বলছে,
ওদের শান্তির ঘরে, দুঃখের আগুন,
দেখুন, দাউ দাউ করে জ্বলছে।


স্তব্ধ করতে প্রতিবাদের কণ্ঠস্বর
হিংসার আগুনের উত্থান,
ওরা কারা? নিরবে উল্লাস করে,
কেড়ে নিয়ে নিরপরাধ প্রাণ।


কিসের বিচার ? কিসের লড়াই ?
কেন সবেতেই এত প্রহসন?
কোন অধিকারে ওরা করছে বড়াই ,
ভোগ করছে গরিবের ধন।


ওরা কি রক্ত পিপাসু, নেকড়ে হায়না?
ওরা কি রক্তবীজের দল ?
ওরা কোন অধিকারে পেতে চায় ঠাঁই?
ভুরি ভুরি মিথ্যের করে ছল ?


ওরা কারা ? যারা পেছন থেকে বসে
কৌশলে কল কাঠি নেড়ে যায়?
নিরপরাধ মানুষ গুলোকে দোষী সাজিয়ে
অপরাধীকে আড়াল করে টাকা কামায়?


ওরা কি কোনো দিন পাবেনা কঠোর শাস্তি ?
থেকে যাবে আইনের ফাঁক ধরে ?
অসহায় মানুষের হাহাকারের কান্না ছড়িয়ে
বৃষ্টিমুখর বাতাসের মুখ ভার করে?