শিরোনাম --প্রশ্ন চিহ্ন
২৯/০৩/২০২২
মনোরঞ্জন আচার্য্য


প্রতিবাদের আগুন মনের তরঙ্গে যখন যাবে বয়ে,
মেঘ গম্ভীর আওয়াজ তুলে তুমি কি আসবে ধেয়ে?


বিবেক যখন সুদৃঢ় চিত্তে প্রশ্ন করবে তোমাকে,
রক্তে কেন রেঙেছে মাটি?আগুনে পোড়া মেয়েটা কে?


হিংস্রতা যেদিন দর্পণে দেখবে, আত্মহননের মুখ,
অশ্রু জলে বন্ধু কি তুমি,ভাসাবে তোমার বুক?


অনুশোচনায় মনের রাজা,ষড় রিপু আছে যত,
শঙ্কট কালে বিবেকের ঘরে হবে কি, ক্ষত বিক্ষত?


দেশের স্বার্থে মিথ্যা তোমার,করবে কি স্বীকারোক্তি?
ফিরবে কি শান্তির পথে?পাপের করতে পড়িসমাপ্তি?


নিদ্রা কি তোমার বিদায় নেবে?মনুষ্যত্বের মূল্যবোধে?
বুঝবে কি তুমি বন্ধু আমার,নীরবে ধরনী কেন কাঁদে?


গণদেবতাদের বন্ধু সেজে অসহায়দের বুক চিরে,
বন্ধু বেশে নিপাট হেসে,আর কত খাবে কুরে কুরে?


চৈত্রের বেলায় মানব সাগরে,ভেসে যায় অতৃপ্ত স্বপ্ন,
পড়ন্ত বেলায় বিবেকের চাবুক,রেখে যায় প্রশ্ন চিহ্ন।