ঘন্টচক্র কাব্য
মনোরঞ্জন আচার্য্য
২৬/১২/২০২১


শীত সুন্দরী বাংলা
""""""""""""""""""""""""""**"""""""""""""""""""""
সকালের ভেংচি কাটা সূর্যটা দুপুরে থাকে শীত কাতুরে,
বিকাল গড়ালেই ছুটছে সে প্রেম করতে কুয়াশার ঘরে।


আদুল গায়ে সন্ধ্যা আসে কুয়াশার চাদরে
রাত্রির বুকে মাথা রাখে প্রেমের আদরে
লক্ষীছাড়া ন্যাড়া মাঠে কুহক কাঁদে একা
দিগন্ত জুড়ে শিশির ভেজা পথ‌ঘাট ফাঁকা
কৃষাণের ঘরে ভরা গোলায় লক্ষী হাসে
প্রেমিক যুগল পথ হারালো কিসের আশে
ঘর ছেড়েছে চাঁদ মন পুড়িয়ে সর্বনাশে।


প্রথম রাতে যায়না দেখা তারা'র আলোয় এপার ওপার,
পাশে পাশে যাচ্ছে হেঁটে সুন্দরী ললনা জানিনা কার।