অক্ষর সোপান কাব্যচর্চার নিয়মাবলী
********************************
নিয়ম ০১)
♦১ম লাইনেঃ  পাঁচটি (৫) অক্ষর থাকবে
♦২য় লাইনেঃ  ছয়টি (৬) অক্ষর থাকবে
♦৩য় লাইনেঃ  সাতটি (৭) অক্ষর থাকবে
♦৪র্থ লাইনেঃ  আটটি (৮) অক্ষর থাকবে
♦৫ম লাইনেঃ  নয়টি (৯) অক্ষর থাকবে
♦৬ষ্ঠ লাইনেঃ  আটটি (৮) অক্ষর থাকবে
♦৭ম লাইনেঃ  সাতটি (৭) অক্ষর থাকবে
♦৮ম লাইনেঃ  ছয়টি (৬) অক্ষর থাকবে
♦৯ম লাইনেঃ  পাঁচটি (৫) অক্ষর থাকবে


নিয়ম ০২) ১ম, ৫ম ও ৯ম লাইনে অন্তমিল থাকতে হবে।
নিয়ম ০৩) কবিতার নাম বা শিরোনাম থাকতে হবে।
নিয়ম ০৪) কবিতার মধ্যে একটি বার্তা থাকতে হবে।
অক্ষর সোপান কাব্য স্রষ্টা--
মনোরঞ্জন আচার্য্য।
"""""""""""""""""""""""""""""""""""""
একটি নমুনা
"""""""""""""""""""
০৮/১২/২০২১
শুকনো গোলাপ
--------------------------
      হয়নি কথা
     তুমি নেই বলে
সন্ধ্যা আসেনি কাছে
উঠেনি আকাশে চাঁদ
মন সয়েছে শুধু ব্যথা,
হৃদয়ে সাজানো তাই
   হয়নি তো বাসর
   শুকনো পাপড়ি
     ভরেছে সেথা।