ঘন্টচক্র কাব্য
------------
১৯/১২/২০২১
--------------
মনোরঞ্জন আচার্য্য
-----------------


ঠিক ছুঁয়ে যাবো তোকে
""""""""""""""""""""
এমন করে অপলক দৃষ্টিতে, কি দেখছো আমার দিকে?
যদি দেখতেই চাও এসো, দেখো চোখে চোখ রেখে।


নতচোখে নয় পারলে অধর ছুঁয়ে দেখো
দেখতো উষ্ণতার ছোঁয়া স্পর্শ করে কিনা
হিসাব রাখিনি কবে নিভে গেছে আগুন
যদি পারো জ্বালিয়ে যাও তোমার চুম্বনে
ধমনীতে যদি সজোরে প্রবাহিত হয় রক্ত
জানবে তবে তোমার জন্যেই আছি বেঁচে
জোয়ারের আহ্বানে খুঁজে নাও তুমি মুক্তো।


মুক্তো খোঁজা সহজ‌ নয় অঞ্জলি,নিষিদ্ধ মানব যমুনায়,
অপেক্ষায় থেকে রজনী তোমায়, ছুঁয়ে যাবে শেষ শয্যায়।