( কলম ভাঙা)
মনোরঞ্জন আচার্য্য
০৭/০১/২০২২


তুই ভালো থাকিস অঞ্জলি
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
কথা ছিল দেখা হবে একদিন---ফিরে গেছে কত বসন্ত রঙিন,
আজও হয়নি মুখোমুখি দেখা---সময়ের সাথে সে বলেনি কথা,
         তুই এলিনা অঞ্জলি তাই মেটেনি মনের ব্যথা।


বৃষ্টি নেমেছে পৃথিবীর উত্তাপে ---মেঘেরা করেছে খেলা ঝেঁপে,
শৈশব চারাগাছ উঠেছে দুলি ----বাদল হাওয়া  মেখেছে বুলবুলি,
          আমার দিন কেটেছে অপেক্ষায় অঞ্জলি।


শরৎ দিয়ছে বার্তা মধুর---- বাতাসে ভেসেছে আগমনী সুর,
মেঘেরা ফিরেছে আপন ঘরে---আনন্দ জেগেছে বাঙালির অন্তরে,
             আমায় ভুলে অঞ্জলি তুই থাকলি দূরে।


হৈমন্তিকা শিশিরের কলরব ---কৃষাণের ঘরে নবান্নের উৎসব,
ধনলক্ষ্মী এলো দিল অঞ্জলি---পাখিদের সাথে নাচলো বুলবুলি,
         তোর সাথে দেখা আমার হলোনা অঞ্জলি।


পাতা ছুঁয়ে ভূমে এলো শীত ---হৃদয়ে বাজিয়ে প্রেমের গীত,
শীত কাপড়ে মনের রোগ --- সকাল সন্ধ্যায় করছে অনুযোগ
    দেখতে চায় অঞ্জলি তোর কাজলা হরিণ-চোখ।


নীরবতা ভেঙ্গে কোকিলা আসে --লাল শাড়িতে পলাশ  হেসে,
টিয়ার সাথে ময়নারভাব--কৃষ্ণচূড়ার পাপড়িতে রক্তের ছাপ
       তোর স্মৃতিতে অঞ্জলি আমি থেকেছি চুপচাপ।


গ্রীষ্মের দাবদাহে পুড়তে সাথে---বাউল মনটা নিয়ে ঘুরেছি পথে,
শুনেছি  ঝরা পাতার শব্দ---চোখের অশ্রুতে হয়েছি জব্দ,
             তবুও পাইনি অঞ্জলি তোর পায়ের শব্দ।


স্বপ্ন এঁকেছি অবাধ্য যৌবনে---একান্তে নিরালায় বসে দুজনে,
কথা দিলাম দুটি নারী নর--- রচিবো মোরা একটি স্বপ্নের বাসর,
        অধরা স্বপ্ন রেখে অঞ্জলি আমায় করলি পর।


শুধু জানতে খুব ইচ্ছে করে--- যখন একান্তে থাকিস ঘরে,
স্মৃতিরা কি তোকেও কাঁদায়---একটি বার দেখতে ইচ্ছে যায়?
    তুই ভালো থাক অঞ্জলি, লিখে যাই মনের খাতায়।