শিরোনাম -- তুমি ভালো আছো তাই বেঁচে আছি


১২/০৭/২০২২


কলম ভাঙা-মনোরঞ্জন আচার্য্য
"""""""""""""""""""""""""""
অনেক কথা আমার বলা হয়ে ওঠেনি তখন,
বলবো বলবো করে লজ্জায় নত হয়েছে মন।
তুমিও জোর করে শুনতে চাওনি সেই কথা,
না বলা সেই কথা গুলো খুব দিয়ে যায় ব্যথা।


এখন শোনাতে চাই একান্তে গোধূলির খেলায়,
তুমি কি শুনতে চাও বলো,এই পড়ন্ত বেলায়?
মনমাঝিটা বৈঠা বাইতে বাইতে ক্লান্ত ভীষণ,
শুধু একটু স্পর্শের জন্য আকুলি বিকুলি মন।


তুমি জিতে গেছো ভালো আছো,তাই বেঁচে আছি,
অনেক বার দেখেছি তোমায় যাইনি তবু কাছাকাছি।
তোমার ঠিকানা আমার চেনা নয় খুব বেশি দূরে,
অনেক বার হেঁটে গিয়ে ও আবার এসেছি ফিরে।


এখন আর নেই আগের সেই প্রেমের উন্মাদনা,
বেঁচে আছে শুধু নিষ্কাম ভালোবাসার খাঁটি সোনা।
সময় ডাক দিয়ে গেছে যেকোনো সময় ফিরতে হবে,
শুধু একবার বলো, দেখা কি আর হবেনা তবে?