শিরোনাম -- ভ্যালেন্টাইন ডে
১৪/০২/২০২২
মনোরঞ্জন আচার্য্য
""""""""""""""""""""""""""""""""""""""'''''''
অনেক বছর ধরে একসাথে আমি হাঁটতে চাই,
তাই ঠোঁটে ঠোঁট রেখে নয়, ভ্যালেন্টাইন ডে-
হোক আমাদের প্রতিদিন হাতে হাত রেখে,


ক্ষনিকের ভালোলাগা উত্তেজনায় নয়,
ভ্যালেন্টাইন ডে আসুক আমাদের দূটো
মনের ভালোবাসার মধুর সম্পর্কের চুম্বনে।


গোলাপের মধ্যস্থতায় নয় ভ্যালেন্টাইন ডে
আসুক,দুটি মনের বিশ্বাস ও নির্ভরতার বন্ধনে,
হৃদ বাগানে ফুটুক সহস্য গোলাপের কুঁড়ি।


দুঃখ থাকুক অথবা আনন্দ, ফুল ফুটুক বা
নাই ফুটুক, প্রতিদিন আসুক জীবনের আসুক
বসন্ত, খুশি আনুক নব প্রভাতের সূর্য।


যৌবন থাকুক, অথবা আসুক বার্ধক্য
মনের সবুজ ডালে প্রতিদিন ফুটে থাকুক
রক্তিম পলাশ, কোকিলের কুহুতানে।


আঁচল পাতা থাক, অথবা চ‌ওড়া বুক,
শত কর্তব্য দায়িত্বে মাঝেই, মিলন
সুখের উল্লাসে মেতে উঠুক জীবন।


তাদের রক্তে ফুটেছে গোলাপ, পলাশ
নিরবে কেঁদেছে সারাদিন,এসো আজ
স্মরণ করি মেটাতে তাদের ঋণ।