যেমন করে একটি শিশির বিন্দু
ঝরে পরে ভোরের আকাশ হতে,
আর যেমন করে সহস্রদল পদ্মের উপর
নীর বিন্দুর  মতো সরে যেতে যেতে পৌঁছায় পদ্মক্রোড়ে,
তেমন যেমন তুমি আর আমি!


আর কত কাছে দুটি পৃথিবীর ভূমিরেখা যেমন অটুট টানে মিশে আর ভেসে যায় অনাবিল সুখে , যেমন তুমি আর আমি !


যেমন অচেনা মেরু টেনে নেয় , সে এক শক্তি , সে এক আবেশ , সে এক পরিধি !
যেমন তুমি আর আমি .....


যেমন করে পর্বতের শিখর হতে         তুষার ,তুহিন গলে বেগবতী শতধারায় নেমে আসে উঁচু নিচু টিলা কে                পার করে  সবেগে খরস্রোতে ,            
কোন বাধা না মেনে মেসে সাগরে !
যেমন তুমি আর আমি   |