"বড় সাধ জাগে তোরে দেখিতে
                    শিউলী বিছানো পথে ,
             শিশির ভেজা  অঙ্গে এলো চুলে ..
ভোরের আলোর আগে
,
                    শেষ আলোতে
;
             তোর হাতে হাত রেখে,
        যেতে সাধ এ ভুবন ভুলে ...


বিহঙ্গের পাখা রবে
                            মৃদু কলতানে ,
                     চমকিবি  ডরে  !
হাত খানি দৃঢ় করে
          জড়ায়িবি  ও বাহুর ডোরে ----
পড়িবে অলকা নুয়ে
                     মুখের উপরে ---
চুমিবো  সরায়ে  তাহা
                           কপোল  শিখরে ,
শিহরিবি  সহসা
                       কাঁপিবে  ও তনু ...
দুলিবে  শিশির  কণা
                       ওষ্ঠ  উপরে ,
দৃঢ়বদ্ধ  আলিঙ্গনে
                      আরবার  ধরি .....
টানি  লবো --------
                     ভাসিবি  সুখ নীরে  "l l