বিরহের পুঞ্জমেঘে ঢেকেছে মিলনের আকাশ
অবিশ্বাসের কুয়াশার চাদরে চাপা পড়েছে
যত সুখ স্মৃতি ;
বেদনার বারিধি তাই ভাসায় বক্ষ প্রাচীর !
বাহ্যিক আলোক মায়ায়
মলিন হয়ে , অদৃশ্য হয় বয়ান প্রতিবিম্ব ---
রক্ত মাংস আর পাঁজরের মাঝে
বাড়ে অতিশয় স্পন্দন ;
অবুঝ মন তবুও চায় ছুঁতে
সে দূরের চেনা পৃথিবীকে l