হয়তো তরুণ কেঁদেছিল খুব
         চাপাতি কোরআনির কাছে ,
আমায় বাঁচতে দাও -সব কিছুই নিয়ে
         সম্বল যা আছে  l
আমার পরিজন কাঁদে স্ত্রী ডুকরায়
         সন্তান পথ চেয়ে -
তোমার কাটারি করো গো শান্ত
         ওদের মুখটি চেয়ে  l
আমি ভিনদেশী কাল ফিরে যাবো
          আজকে করো ক্ষমা ,
যা আমার আছে সব লুটাবো
          আমার অর্থের পরিসীমা l
হোয় না বন্ধু নির্মম আজ
          আমি কী করেছি ক্ষতি ;
নির্দোষ আমি  আমার হালালে
          তোমার ইমানের অধোগতি l
দয়া করো আজ ফিরে যাও
          শান্তির মুসাফির ,
আমি পশু নই , কোরো না জবাই
          দোহাই তোমার নবীর  ll