সে এখন বদলে গেছে
তামার পাত্রে তেঁতুল পড়ার পরে ,
সে থালায় ভাত খেয়েছি
তাই ভুলি কেমন করে !
সে এখন বদলে গেছে
সোনায় সিসা মিশে -
যা কিছু হয়েই গেছে
বিনা ভাবনায় জ্বলিনা বিষয় বিষে !
সে এখন বদলে গেছে
যেমন চুম্বকেতে ম্যাগনেসিয়াম পড়ে ,
যে অঙ্গ ছেদ হয়েছে
কি হবে তাকিয়ে পিছন ফিরে !
সে এখন বদলে গেছে
মাঝ রাস্তায় অদৃশ্য তার মুখ -
তাই ভাবিনা ক্লান্ত মনে
খুঁজিনা করুণ কালো সুখ !
সে এখন বদলে গেছে
ভাজা বাদাম খোসা ছাড়ার মতো ,
সাধ করেই এড়িয়ে চলি
প্রত্যাশার পাঁঠাবলির মতো !
সে এখন বদলে গেছে
তার আকাশ স্বচ্ছ ফাঁকা নীল -
সে সুখেই থাক আমি চাই
তাই ফিরিয়ে প্রশ্ন করিনি এক তিল ;
সে এখন বদলে গেছে
পেয়েছে আজব রঙের বাড়ি ,
আজ আর খুঁজিনা তার
দিয়েছি স্বপ্নে আড়ি  l
সে এখন খোঁজ রাখে না
তার গগনে তারা খসার মতো -
ভালোবাসা ধ্রুবক আমার
শিকল বেঁধে করেছি সংযত l
সে এখন বদলে গেছে
পরমাণুর আয়ন ভাঙার মতো -
আমি তাই দূরেই থাকি
ছিটকে যাওয়া ইলেকট্রনের মতো !