আমার নাকি সুখের পাখি,
উইড়া গেছে গগনে।
তাই নিশিদিন কান্দি আমি,
কাঙ্খিত সুখ বিহনে।
বাবা মায়ের আশা ভেঙে,
পইড়া আছি কোন বনে।
বুকের জ্বালা বুকের মাঝেই,
ধরে কাঁদি নির্জনে।


জীবন চলার পথ টুকু আজ,
রুদ্ধ হলো সবটুকু।
ভাষায় ক্ষরা পড়ছে  মনে,
দুখ প্রকাশের ভাবটুকু।
কেউ বুঝেনা মনের জ্বালা,
নিত্য চলার ঐ পথে।
অট্রহাসির যন্ত্রনা পায়,
মহাকালের এই রথে।
কত দিনের স্বপ্ন জমা,
গঙ্গা জলে স্নান করে।


আময় শূন্য বানায় যে সুখ,
ওঠছে এখন কার ঘরে